জয়পুরহাটে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, লাখ টাকা জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ফ্রি চক্ষু শিবিরের ব্যানারে ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে এস এম মিলকান আলী তুহিন নামে ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে পৌর এলাকার করিমপুর ত্রিমুনী বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা বলেন, পৌর এলাকার করিমপুর ত্রিমুনী বাজারের একটি ঘরে ফ্রি চক্ষু শিবিরের ব্যানারে ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা মিলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এস এম মিলকান আলী তুহিন নামে ওই ভুয়া চিকিৎসককে বিএমডিসি আইন ২০১০ এর ২৯ ধারায় এক লাখ টাকা জরিমানা হয়েছে।
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নির্ঝর ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
(ঢাকা টাইমস/০৯ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন