১১৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে আজ শুরুটা ভালোই করে বাংলাদেশ। তবে এরপরেই খেই হারাতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। একের পর এক টাইগার ব্যাটার ফিরে যেতে থাকেন সাজঘরে। তাদের দ্রুত বিদায়ে ১১৪ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন লিটন দাস ও তানজিদ হাসান। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা।
প্রথম চার ওভারেই তারা তুলে নেন ৪০ রান। তবে এর পরের ওভারেই ঘটে ছন্দপতন। ১৩ বলে ১৪ রান করা লিটন দাস রোমারিও শেফার্ডের বলে ব্রান্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৪৪ রানে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি।
লিটনের পর সাজঘরে ফিরে যান দুর্দান্ত খেলতে থাকা পারভেজ হোসেন। আলজারি জোসেফের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। আউট হওয়ার আগে করেন ২১ বলে ৩৯ রান। তার বিদায়ে ৫৪ রানে ২ উইকেট হারায় টাইগাররা।
৫৪ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি গুড়াকেশ মোতি। গুড়াকেশ মোতির বলে উইকেটরক্ষক নিকোলাস পুরানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ৯ বলে ৯ রান করা তানজিদ হাসান। তার বিদায়ে ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
তাসজিদ হাসানের বিদায়ের পর জাকের আলীকে নিয়ে জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। এই জুটিতে ভর করে ১২ ওভারে ২ বলেই দলীয শতক পূর্ণ করে বাংলাদেশ।
তবে এর পরেই ঘটে ছন্দপতন। ২৩ বলে ২৯ রান করা মেহেদী হাসান মিরাজ রোস্টন চেজের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ তুলে দিয়ে পথ ধরেন প্যাভিলিয়নের। তার বিদায়ে ভাঙে ৩৭ রানের জুটি।
মিরাজের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরে যান শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী হাসান। এই দুই ব্যাটােই রান আউটরে শিকার হয়ে ফিরে যান সাজঘরে। শামীশ পাটোয়ারী ২ রান ও মেহেদী হাসান শূন্য রান করে করে পথ ধরেন প্যাভিলিয়নের। তাদের দ্রুত বিদায়ে ১১৪ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে খেলছেন না সৌম্য সরকার। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। এর আগে তিনি ৬টি টি-টোয়েন্টি খেলেছেন।
আর ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে দুটি পরিবর্তন। টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলসের। ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হলেন সিলস। বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেইডেন সিলস, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ, ও ওবেদ ম্যাকয়।
(ঢাকাটাইমস/১৮ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন