ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আট জোন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭| আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন, ঢাকা মহানগর দক্ষিণে ২৪টি থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কর্মীসভা আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের ৮টি সাংগঠনিক জোন (সাংগঠনিক জোন ) গঠন করা হয়েছে।

রবিবার ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সাংগঠনিক জোন সমূহ ঘোষণা করেন।

সাংগঠনিক জোনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন—

জোন ১- পল্টন, মতিঝিল এবং শাহজাহানপুর থানা; জোন প্রধান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম ফরহাদ হোসেন, সদস্য ফজলে রুবায়েত পাপ্প, এ্যাড. মহিউদ্দিন চৌধুরী, এ্যাড. হোসাইন আব্দুর রহমান ও সদস্য মো. উজির হোসেন উজ্জল (মো. উজ্জল মিয়া)।

জোন ২- খিলগাঁও, সবুজবাগ এবং মুগদা থানা; জোন প্রধান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এসকে. সেকান্দার কাদির, সদস্য এ্যাড. ফারুকুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী চায়না, হামিদুল হক, ইসমাইল তালুকদার খোকন এবং মোয়াজ্জেম হোসেন খান।

জোন ৩- শাহবাগ, রমনা এবং বংশাল থানা; জোন প্রধান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মকবুল হোসেন সরদার, সদস্য- মো. শরিফ হোসেন, আরিফুর রহমান নাদিম, লতিফ উল্যাহ জাফর, নাছরিন রশীদ পুতুল, লোকমান হোসেন ফকির, খাজা হাবিব উল্লাহ হাবিব এবং মোজাম্মেল হক মজু।

জোন ৪- নিউমার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি এবং কলাবাগান; জোন প্রধান আব্দুস সাত্তার, সদস্য- কে. এম. জোবায়ের এজাজ, সাইফুল্লাহ খালিদ (রাজন), আরিফা সুলতানা রুমা, কাবিরুল হায়দার চৌধুরী এবং আলম মৃধা।

জোন ৫- চকবাজার, লালবাগ এবং কামরাঙ্গীচর থানা; জোন প্রধান আ. ন. ম. সাইফুল ইসলাম, সদস্য আনোয়ার পারভেজ বাদল, সাইদ হাসান মিন্ট, নাদিয়া পাঠান পাপন, শফিউদ্দিন আহমেদ সেন্টু এবং শামসুন নাহার ভুঁইয়া।

জোন ৬- সুত্রাপুর, গেন্ডারিয়া এবং ওয়ারী থানা; জোন প্রধান হারুনুর রশিদ হারুন, সদস্য ফরিদ উদ্দিন, ওমর নবী বাব, মামুন আহমেদ, নাসিমুল গণি খান এবং মো. আক্তার হোসেন।

জোন ৭- যাত্রাবাড়ী, ডেমরা এবং কোতোয়ালী থানা; জোন প্রধান হাজী মনির হোসেন চেয়ারম‌্যান, সদস্য- আকবর হোসেন নান্টু, হাজী মোহাম্মদ নাজিম, আলমগীর হোসেন, রাইসেল হাসান হবি, আনোয়ার হোসেন সরদার, মোফাজ্জল হোসেন এবং আবুল হাশেম।

জোন ৮- শ্যামপুর ও কদমতলী থানা; জোন প্রধান লিটন মাহমুদ, সদস্য- আনোয়ার কবির, জুম্মন মিয়া জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, হাজী মোজাম্মেল হোসনে সিকদার, হাজী জাকির হোসেন এবং নূরুল কাদির নাছিম।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার
সাংবাদিক কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা