সচিবালয়ে আগুন: উপদেষ্টা নাহিদ-আসিফের দপ্তরও এই ভবনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০১| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬
অ- অ+

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। পুড়েছে গুরুত্বপূর্ণ ছয় মন্ত্রণায়ের গুরুত্বপূর্ণ নথি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ হোসেন ও আসিফ মাহমুদের দপ্তরও এই ভবনে।

সচিবালয়ের এই ভবনে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর। আরও আছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর।

ঘটনাস্থলে সকাল সাতটায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে বলেন, ফায়ার সিার্ভিসের কর্মীরা বিভিন্ন কক্ষে ঢুকে আগুন নেভানোর কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে।

রাত পৌনে ২টার দিকে ওই ভবনে আগুন লাগে বলে জানান ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

রাত দুইটা থেকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে নিয়োজিত আছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

এই আগুন দুর্ঘটনা নাকি নাশতা সেটিও বলতে পারছেন না কেউ। আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কে ট্রাকের চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানান, ফায়ার সার্ভিসের ২১১ জন কর্মী কাজ আছেন। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ভেতরে ঢোকানো যাচ্ছিল না। পরে গেট ভেঙে দুটি গাড়ি ঢোকানো হয়।

জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ১০টি ইউনিট সরাসরি কাজ করেছে।

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তারা আগুন লাগার খবর পান বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাশকতার প্রমাণ মেলেনি, বৈদ্যুতিক লুজ কানেকশনে সচিবালয়ে আগুন: তদন্ত কমিটি
সচিবালয়ে আগুন: ডিসি তানভীরকে বদলি
সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা সোমবার 
হাজার হাজার কোটি টাকা পাচারের প্রমাণ মুছতেই সচিবালয়ে আগুন: কাজী মনির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা