বাবার প্রাণ গিয়েছিল গুলিতে, আ.লীগ নেতা ছেলেকে মারা হলো কুপিয়ে

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭| আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৬
অ- অ+

বাবা ইব্রাহিম হোসেন সর্দার ছিলেন শ্রমিক নেতা। ২০ বছর আগে তাকে গুলি করে হত্যা করা হয়। এবার আওয়ামী লীগ নেতা ছেলেকে মারা হলো কুপিয়ে।

শনিবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার কর অফিসের পেছনে নদীর ঘাটে।

নিহতের নাম জিয়াউদ্দিন পলাশ। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলরও ছিলেন।

এলাকাবাসী জানায়, শনিবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, ‘রাতে নওয়াপাড়া কর অফিসের পেছনে নদীর ঘাটে জিয়াকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি জানান, ‘ঘটনা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা