২০০ টাকায় দেখা যাবে এবারের বিপিএলের ম্যাচ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১০
অ- অ+

আর মাত্র একদিন পরেই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগামীকাল (৩০ ডিসেম্বর) থেকে শুরু হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। বিপিএল শুরুর একদিন আগে টিকেটের মূল্য প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার টাকায় মাঠে বসে দেখা যাবে খেলা। রবিবার এক বিবৃতি দিয়ে টিকেটের মূল্য প্রকাশ করেছে বিসিবি।

এবারের বিপিএলে সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা। স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখা যাবে এই টিকিট দিয়ে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ। এই গ্যালারিতে বসে খেলা দেখতে দুই হাজার টাকা খরচ করতে হবে দর্শকদের। আজ (রোববার) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি।

সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বিকেল ৪টা থেকে। এছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।

অনলাইনে টিকিট কেনা যাবে এই www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে। এছাড়া ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে।

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা

৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা

১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে

১. মিরপুর শাখা (মিরপুর ১১)

২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)

৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)

৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)

৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)

৬. কামরাঙ্গীর চর শাখা

৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

(ঢাকাটাইমস/২৮ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সং‌র‌ক্ষিত নারী আসনের সাবেক এম‌পি লায়লা পারভীন‌ গ্রেপ্তার 
সৌদি আরবে আরও এক হজযাত্রীর মৃত্যু
বেনাপোল সীমান্ত থেকে ২ কোটি  টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নারী নির্যাতনের মামলায় কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা