৫১ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে বরিশাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:০৮| আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:২১
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১ তম আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। নতুন খেরতে আসা দুর্বার রাজশাহীর বোলারদের বোলিং তোপে মাত্র ৫১ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে তারা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের হয়ে আজ ওপেনিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল। তবে ইনিংসের প্রথম বলেই এই জুটি ভাঙেন জিশান আলম। জিশানের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান নাজমুল হোসেন শান্ত।

শান্তর পর সাজঘরে ফিরে যান তামিমও। বিপিলের প্রথম ম্যাচটা ভালো হলো না তার। ৫ বলে মাত্র ৭ রান করে তাসকিনের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তামিম। তামিমের বিদায়ে ১২ রানেই ২ উইকেট হারিয়ে বসে বরিশাল।

১২ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন তাওহীদ হৃদয় ও কাইল মেয়ার্স। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান তাসকিন। তাসকিনের বলে রায়ান বার্লের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান কাইল মেয়ার্স। তার বিদায়ে ভাঙে ১৮ রানের জুটি।

কাইল মেয়ার্সের বিদায়ের পর তাওহীদ হৃদয়ের সঙ্গে জুটি গড়েন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে বরিশালের তামিমের পর অভিজ্ঞ মুশফিকুর রহিমেরও চলতি বিপিএলের প্রথম ম্যাচটা ভালো হলো না। ১১ বলে ১৩ রান করে হাসান মুরাদের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে বরিশাল।

(ঢাকাটাইমস/৩০ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্লাব বিশ্বকাপে ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা