রাজধানীতে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৫, ১১:২৩| আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১১:২৬
অ- অ+

রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় আহত পুলিশ সদস্য আরিফুল ইসলাম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

বুধবার বেলা আড়াইটার দিকে কাকরাইল মোড়ে বাসচাপায় আহত হন ওই পুলিশ সদস্য। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, বুধবার দুপুরে কাকরাইল এলাকায় বাসের চাপায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরিফুল ইসলাম। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরিফুলের ভাগিনা ইমন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বাবার নাম খলিল মোল্লা। ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। গতকাল নবাবগঞ্জ থেকে ঢাকায় আসেন রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য। কাকরাইলে মঞ্জিল পরিবহন থেকে নামার সময় ওই বাসের চাপায় গুরুতর আহত হন। পথচারীরা তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

(ঢাকাটাইমস/০২জানুযারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা