কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারকে ডিএনসিসির আর্থিক সহায়তা

রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২২টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এই সহায়তা প্রদান করে।
কড়াইল বস্তি ডিএনসিসির অঞ্চল ৩ এর অন্তর্ভুক্ত।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ-উল মোস্তাক। এসময় ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/আরএইচ/এফএ)

মন্তব্য করুন