রংপুরের বোলিং তোপে ১২৪ রানেই অলআউট বরিশাল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৫, ২০:১৭
অ- অ+

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরে নিজেদের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে খেলতে নেমেই খেই হারিয়ে ফেললো তারা। রংপুরের বোলিং তোপে মাত্র ১২৪ রানেই থেমেছে রংপুরের ইনিংস।

আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। যার ফরে শুরুতে ব্যাটিংয়ে নামে তামিমের বরিশাল। ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বরিশালের ব্যাটিং লাইন-আপ। যার ফলে ১৮ ওভার ২ বলেই মাত্র ১২৪ রানেই অলআউট হয়েছে তামিমের দল।

বরিশালের হয়ে আজ ওপেনিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল। দেখেশুনে খেলতে থাকেন তারা। প্রথম তিন ওভারেই তুলে নেন ২৫ রান। তবে এরপরের ওভারেই ভেঙে যায় এই জুটি। ১০ বলে মাত্র ৯ রান করে মেহেদী হাসানের শিকার হয়ে সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তার বিদায়ে ২৫ রানে প্রথম উইকেট হারায় বরিশাল।

শান্তর বিদায়ের পর জুটি গড়েন তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। তাওহীদ হৃদয় ৬ বলে ৪ রান ও তামিম ইকবাল ১৮ বলে ২৮ রান করে ফিরে যান সাজঘরে। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল।

৪৩ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন কাইল মায়ার্স ও মুশফিকুর রহিম। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বরিশাল। তবে দলীয় ৭৪ রানে ১৭ বলে ১৫ রান করে মুশফিকুর রহিম সাজঘরে ফিরে গেলে ভেঙে যায় ৩১ রানের জুটি।

মুশফিকুর রহিমের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে যেতে থাকে বরিশালের ব্যাটিং লাইন-আপ। কাইল মায়ার্স, ফাহিম আশরাফ, মাহমুদউল্লাহ রিয়াদ ও শাহীন আফ্রিদি যোগ দেন আসা যাওয়ার মিছিলে। কাইল মায়ার্স ১৪ বলে ১৩, ফাহিম আশরাফ ৩ বলে ১, মাহমুদউল্লাহ রিয়াদ ৮ বলে ১০ ও শাহীন আফ্রিদি ৬ বলে ৮ রান করে পথ ধরেন প্যাভিলিয়নের। তাদের দ্রুত বিদায়ে মাত্র ৯৮ রানেই ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।

এরপরেই জুটি গড়ে তানভীর ইসলামকে নিয়ে জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন মোহাম্মদ নবী। তবে এই জুটিও আজ ব্যর্থ ছিল। দলীয় ১০৬ রানে তানভীর ইসলাম সাজঘরে ফিরে গেলে ৮ রানেই ভেঙে যায় এই জুটি।

তানভীর ইসলাম ফিরে গেলে দশম উইকেটে ইকবাল হোসেন ইমনকে নিয়ে তাণ্ডব চালানোর চেষ্টা করেন মোহাম্মদ নবী। তবে ইকবাল হোসেন ইমন রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে ১২৪ রানেই অলআউট হয়ে যায় বরিশাল।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বার ভবন গুঁড়িয়ে দিয়ে অর্পিত সম্পত্তি উদ্ধার
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা