কোপা দেল রে: সহজ জয়ে বছর শুরু বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:০০
অ- অ+

গেল বছরের শেষটা ভালো হয়নি বার্সেলোনার। বছরের শেষ দুই ম্যাচে হেরে হার দিয়ে বছর শেষ করত হয় হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। তবে এবার সেই পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেয়েছে দলটি নতুন বছর দারুণ জয়ে শুরু করে।

স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট কোপা দেল রে'র শেষ ৩২-এর ম্যাচে শনিবার (৪ জানুয়ারি) চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বারবাস্ট্রোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। দেপোর্টিভা বারবাস্ট্রোকে বিপক্ষে ৪-০ গোলে সহজ জয় পেয়েছে বার্সেলোনা।

একের পর এক আক্রমণে শুরু থেকেই বারবাস্ট্রোকে চেপে ধরে বার্সেলোনা। এগিয়ে যেতে বেশি সময়ও নেয়নি তারা। ২১তম মিনিটে ডি ইয়ংয়ের ক্রস আরাউজোর হেডে বল চলে যায় এরিক গার্সিয়ার কাছে। তা পেয়ে হেডে গোল করেন এই ডিফেন্ডার।

৩১তম মিনিটে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তোরের ফ্রি কিক থেকে জটলার মধ্যে বল পেয়ে তা জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে করে আরও দুই গোল।

৪৭তম মিনিটে আবারও তোরে-লেভা জুটি। তোরের পাস পেয়ে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। আর ৫৬তম মিনিটে তোরে নিজেই গোল করে স্কোরলাইন ৪-০ করেন।

নিজেদের পরের ম্যাচে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।

(ঢাকাটাইমস/০৫ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বার ভবন গুঁড়িয়ে দিয়ে অর্পিত সম্পত্তি উদ্ধার
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা