মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামির পলায়ন

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার এক আসামি পালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই আসামির নাম হৃদয় শেখ।
বুধবার সন্ধ্যার দিকে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে।
হৃদয় শেখ মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে।
জানা গেছে, গত ফেব্রুয়ারির শুরুতে দুয়ারীডাঙ্গা এলাকায় একটি খুনের ঘটনায় থানায় মামলা হয়। সেই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হৃদয় শেখ। তাকে ধরতে মঙ্গলবার অভিযান চালায় থানা পুলিশ। রাতে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। কিন্তু পরে সুযোগ বুঝে হ্যান্ডকাফ খুলে বুধবার সন্ধ্যায় আসামি হৃদয় থানার গারোদখানা থেকে পালিয়ে যান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গারোদ থেকে হ্যান্ডকাফ খুলে আসামি পালিয়ে যায়। গতকাল রাতে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ইএস

মন্তব্য করুন