লিটন-মুনিমের জোড়া অর্ধশতকে রান পাহাড়ে ঢাকা
টানা পাঁচ ম্যাচে হারের পা নিজেদের ষষ্ঠ ম্যাচে সিলেটের বিপক্ষে খেলতে নেমেই জ্বলে উঠলেন ঢাকার ব্যাটাররা। সিলেটের বিপক্ষে জোড়া অর্ধমতক তুলে নিয়েছেন লিটন দাস ও মুনিম শাহরিয়ার। তাদের ১২৯ রানের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে সিলেটকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিঢাকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন দুই বাংলাদেশি ব্যাটার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে ইনিংসের প্রথম ওভারেই ভেঙে যায় এই জুটি। ৪ বলে ৬ রান করেই আজ সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। তার বিদায়ে ৭ রানেই ওপেনিং জুটি ভাঙে ঢাকার।
৭ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন লিটন দাস ও মুনিম শাহরিয়ার। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে থাকে ঢাকা। সিলেটের বিপক্ষে আজ ২৯ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন লিটন। লিটনের পর অর্ধশতক তুলে নেন মুনিম শাহরিয়ারও।
অবশেষে এই জুটিকে থামিয়ে সিলেটকে ব্রেকথ্রু এনে দেন রাকিম কর্নওয়াল। রাকিম কর্নওয়ালের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান ৪৩ বলে ৭৩ রান করা লিটন দাস। তার বিদায়ে ভাঙে ১২৯ রানের জুটি।
লিটন দাসের বিদায়ের পর একই ওভারে সাজঘরে ফিরে যান মুনিম শাহরিয়ারও। ৪৭ বলে ৫২ রান করে রাকিম কর্নওয়ালের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ১৩৭ রানে ৩ উইকেট হারায় ঢাকা।
১৩৭ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ও সাব্বির রহমান। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন তারা। ১০ বলে ২৩ রান করেন সাব্বির। থিসারার ব্যাট থেকে আসে ৯ বলে ১৮ রান। সিলেটের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল। ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। রিস টপলি এবং তানজিম সাকিব নিয়েছেন একটি করে উইকেট।
(ঢাকাটাইমস/১০ জানুয়ারি/এনবিডব্লিউ)
মন্তব্য করুন