পিএসএলে লিটন-রিশাদের দ্বিগুণ আয় করবেন তরুণ পেসার নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:১১
অ- অ+

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। সোমবার (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে আসন্ন এই আসরের প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।

এর মধ্যে পেশোয়ার জালমিতে খেলবেন বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা। আর উইকেটকিপার-ব্যাটার লিটন দাস এবং রিশাদ হোসেন খেলবেন যথাক্রমে করাচি কিংস ও লাহোর কালান্দার্সে।

এবারের নিলামে নাম উঠেছিল ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটারের। কিন্তু এই তিন জন ক্রিকেটারকই পিএসএলের দল পেয়েছেন। গোল্ড ক্যাটাগরি থেকে দল পান নাহিদ, সিলভার ক্যাটাগরি থেকে দল পান রিশাদ ও লিটন।

বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে পিএসএলে এবার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন তরুণ পেসার নাহিদ রানা। প্রথমবারের মতো বিদেশি লিগে দল পাওয়া এই ক্রিকেটারের নাম উঠেছিল ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকারও বেশি।

অন্যদিকে লিটন দাস এবং রিশাদ হোসেন দুজনই ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা আয় করবেন ২৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে নিলামে প্রথমে ডাকা হয় এই দুই তারকার নাম। কিন্তু তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া এক কোটি টাকার মতো।

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির মালিক দেশের ১৮ কোটি মানুষ: দিপু হায়দার
নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ রেমিট্যান্স মেলা’
রাজবাড়ীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ উদ্যোক্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা