এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোরে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
এদিন সকালে ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক ঢাকা টাইমসকে তথ্যটি নিশ্চিত করেছেন।
গত কোরবানির ঈদের সময় ‘ছাগলকাণ্ডে’ আলোচনায় আসেন একাদশ বিসিএসের (শুল্ক ও আবগারি) কর্মকর্তা মতিউর রহমান। এরপর তাকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সরকার মনোনীত পরিচালক পদ থেকেও।
সংবাদমাধ্যমে একের পর এক মতিউর, তার স্ত্রী ও সন্তানের সম্পদের খবর আসার মধ্যে দুদক তার সম্পদের অনুসন্ধান শুরু করে।
গত ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাছাড়া চলতি বছরের শুরুতে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমানের প্রথম স্ত্রী ও তাদের ছেলে-মেয়ের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক।
মামলায় মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ, মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্নবের বিরুদ্ধে ১২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনে সংস্থাটি।
গুঞ্জন ছিল, মতিউর দেশত্যাগ করেছেন। আলোচনার মধ্যেই আদালত মতিউর, তার প্রথম স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন