বলিউড তারকা সাইফ আলি খানকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

বলিউডের নামি তারকা সাইফ আলি খানকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার দিনগত রাত ২টার দিকে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন তিনি। অভিনেতা বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুম্বাই পুলিশের বরাদ দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ডাকাতির উদ্দেশেই সাইফের বাড়িতে এক ব্যক্তি হানা দিয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বাধা দিলে ওই দুষ্কৃতিকারী সাইফকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। তাকে নেওয়া হয় হাসপাতালে।
ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলি খানে বাড়ি। এই বাড়িতেই স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এবং দুই ছেলেকে নিয়ে থাকেন তিনি। কয়েকজন কাজের লোকও আছে অভিনেতার বিশাল আকৃতির রাজপ্রাসাদে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, দুষ্কৃতিকারী যখন সাইফ আলির বাড়িতে ঢোকে, সে সময় অভিনেতা এবং পরিবারের সদস্যরা ঘুমে বিভোর। তবে ওই ডাকাতের হাঁটাচলার আওয়াজ এবং জিনিসপত্রের ঠুনঠান কানে যেতেই জেগে যান তিনি।
এ সময় দুষ্কৃতিকারীকে প্রতিরোধ করার চেষ্টা করেন সাইফ। কোনো কিছু চিন্তা না করেই সে বলিউড তারকার শরীরে ছুরি চালিয়ে দেয়। এরপর অবশ্য দুষ্কৃতিকারী বাড়ির কোনো কিছু না নিয়েই পালিয়ে যায়।
এরই মধ্যে বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। একজন বলিউড সুপারস্টারের বাড়িতে এমন ঘটনায় অবাক গোটা ইন্ডাস্ট্রি।
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এজে)

মন্তব্য করুন