আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভেন্যুর সাথে বদলে যাবে টিকিটের মূল্যও

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া ম্যাচের টিকিটমূল্য প্রকাশ করেছে পিসিবি। এই ঘোষণায় থাকছে বড় চমকও। ভেন্যু ও ম্যাচের সাথে পরিবর্তন হবে টিকিটের মূল্যও।
আয়োজক দেশটির তিন ভেন্যুতে টিকিটের সর্বনিম্ন দাম এক হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৭ টাকা। সাধারণ গ্যালারি, প্রথম শ্রেণি, প্রিমিয়াম, ভিআইপি ও ভিভিআইপি; ৫ ক্যাটাগরিতে কাটা যাবে টিকিট। সর্বনিম্ন এক হাজার রুপি থেকে সর্বোচ্চ ২৫ হাজার রুপি ধরা হয়েছে টিকিটের মূল্য।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ড। পাকিস্তানের এই ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে তিনটি ম্যাচ। বাকি দুই ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড।
এই ম্যাচের জন্য সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে এক হাজার রুপি। প্রথম শ্রেণির মূল্য ১৫০০ রুপি, প্রিমিয়ামের মূল্য ৩৫০০ রুপি, ভিআইপি টিকিটের মূল্য ৭ হাজার রুপি। এই ভেন্যুতে ভিভিআইপি টিকিটের মূল্য ধরা হয়েছে ১২ হাজার রুপি। করাচির বাকি ম্যাচগুলোতেও টিকিটের মূল্য একই থাকছে।
করাচি স্টেডিয়ামের নির্ধারিত টিকিটমূল্য:
জেনারেল এনক্লোজার : ১০০০ রুপি (৪৩৭ টাকা)
প্রথম শ্রেণি : ১৫০০ রুপি (৬৫৬ টাকা)
প্রিমিয়াম : ৩৫০০ রুপি (১৫৩০ টাকা)
ভিআইপি : ৭০০০ রুপি (৩০৬০ টাকা)
ভিভিআইপি : ১২০০০ রুপি (৫২৪৬ টাকা)সেমিফাইনাল এবং ফাইনালসহ (ভারত না উঠলে) ৫ ম্যাচের সূচি রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে গ্রুপপর্বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ইংল্যান্ড-আফগানিস্তান ও আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ রয়েছে। এই ভেন্যুতেও টিকিটের দাম ১০০০ রুপি থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১৮০০০ রুপিতে গিয়ে ঠেকবে।
লাহোরের নির্ধারিত টিকিটমূল্য :
জেনারেল এনক্লোজার : ১০০০ রুপি (৪৩৭ টাকা)
প্রথম শ্রেণি : ২০০০ রুপি (৮৭৪ টাকা)
প্রিমিয়াম : ৫০০০ রুপি (২১৮৬ টাকা)
ভিআইপি : ৭৫০০ রুপি (৩২৭৮ টাকা)
ভিভিআইপি : ১২০০০ রুপি (৫২৪৬ টাকা)
গ্যালারি : ১৮০০০ রুপি (৭৮৬৮ টাকা)রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি। এর মধ্যে দুটি ম্যাচই খেলবে বাংলাদেশ। ওই ভেন্যুতে নাজমুল হোসেন শান্ত’র দল ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের মোকাবিলা করবে। এ ছাড়া রাওয়ালপিন্ডিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচও।
পিন্ডি স্টেডিয়ামের টিকিটমূল্য :
জেনারেল এনক্লোজার : ২০০০ রুপি (৮৭৪ টাকা)
প্রথম শ্রেণি : ৪০০০ রুপি (১৭৪৯ টাকা)
প্রিমিয়াম : ৭০০০ রুপি (৩০৬০ টাকা)
ভিআইপি : ১২৫০০ রুপি (৫৪৬৪ টাকা)(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন