দলের জয়ের পর মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ আহমেদ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১১:১২
অ- অ+

ঢাকার পর সিলেট ঘুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসর এবার শুরু হয়েছে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্বে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। এই ম্যাচে চিটাগাংয়ের একাদশে ছিলেন খালেদ আহমেদ। ম্যাচ শেষেই একটা দুসংবাদ পেয়েছেন কিংসের এই পেসার। গত রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খালেদের মা।

খালেদের দল চিটাগং কিংস খালেদের মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। কিংস জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মারা গেছেন তার মা। খালেদের মা মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার ভাই জায়েদ আহমেদ।

বৃহস্পতিবার খুলনার বিপক্ষে বল হাতে ২ উইকেট নিয়েছেন খালেদ। ৪ ওভারে ২৬ রান খরচায় ২টি উইকেট নেন এই পেসার। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে খুলনা টাইগার্সেকে ৪৫ রানে হারায় চিটাগং কিংস, যা তাদের টানা চতুর্থ জয়। দলের দুর্বার পথচলায় খালেদও আছেন বেশ ছন্দে, ৫ ম্যাচে তার শিকার ৮ উইকেট।

খালেদের মা'র মৃত্যুর খবরটি জানিয়ে তার ভাই জায়েদ ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন।’

এদিকে চিটাগাং কিংসের পক্ষ থেকে খালেদের মায়ের মৃত্যুতে শোক জানানো হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, 'সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।'

খালেদ আহমেদের বাড়ি সিলেটে। তিন দিন আগেও বিপিএলের জন্য সেখানেই ছিলেন তিনি। তবে চট্টগ্রামে পৌঁছে প্রথম ম্যাচের পরই শুনলেন দুঃসংবাদটা।

আজ সন্ধ্যায় চট্টগ্রামের ম্যাচ আছে। রংপুরের বিপক্ষে এই ম্যাচে খালেদের খেলার সম্ভাবনা খুবই কম।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নওগাঁয় সাবেক মন্ত্রী সাধনের বাড়িতে ভাঙচুর
সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কুবি ছাত্রলীগ নেতা ভিক্টোরিয়া কলেজ থেকে আটক
গত ৫৩ বছর দেশে শুধু বিভক্তি দেখেছে মানুষ: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা