চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হঠাৎ চাকরি ছাড়লেন বিসিবির সহকারি কোচ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৫১
অ- অ+

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। জন্য দলও ঘোষণা করে ফেলেছে বিসিবি।

তবে ঠিক এই সময়েই বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব ছেড়ে দিয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছাড়লেন এই প্রোটিয়া কোচ। বাংলাদেশের সঙ্গে ২০২৬ সালের মার্চ পর্যন্ত মেয়াদ ছিল পোথাসের।

বাংলাদেশের চাকরি ছাড়ার পেছনে পোথাস কারণ হিসেবে বিসিবিকে পারিবারিক সমস্যার কথা বলেছেন। পোথাস সম্প্রতি আবেগঘন এক স্ট্যাটাসে বাংলাদেশ অধ্যায় শেষ করার কথা জানান। তিনি লিখেন, ‘সব ভালো জিনিসেরই শেষ আছে, সবকিছুর মতো এটারও শেষ হতেই হতো। বিসিবির সাথে থাকাকালে কিছু দারুণ মানুষের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। অসামান্য স্মৃতি তৈরি করেছি, সঙ্গে আমরা দারুণ কিছু ইতিহাসও রচনা করেছি, নতুন রেকর্ড গড়েছি।’

আপাতত পরিবারকে সময় দেবেন পোথাস। তিনি বলেন, ‘এখন বাড়িতে কিছুটা সময় কাটাচ্ছি আমি। পরের অধ্যায়ে কী আছে দেখা যাবে। বাংলাদেশের সামনে রোমাঞ্চে ভরা একটা বছর, শুভকামনা রইল, তোমাদের মিস করব।’

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নিক পোথাস। ২০২৬ সালের মার্চ পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। তার ১৪ মাস আগেই তিনি সরে গেলেন নিজে থেকে। বাংলাদেশ দলে তিনি বিশেষ করে কাজ করেছেন ফিল্ডিং নিয়ে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি।

খেলোয়াড়ি ক্যারিয়ারে উইকেটকিপার-ব্যাটসম্যান থাকা পোথাস ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। কাউন্টি ক্রিকেটে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছেন তার।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্তে নেমেছে র‍্যাব
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা