নানা নাটকীয়তার পর অবশেষে ভারতের ভিসা পেলেন সাকিব মাহমুদ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪
অ- অ+

পাঁচটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসেই ভারত সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। আসন্ন এই সিরিজ খেলতে ভিসা জটিলতায় পড়েছিলেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। নানা নাটকীয়তার পর অবশেষে ভারতের ভিসা পেয়েছেন ইংলিশ এই পেসার।

ভিসা পাওয়ায় শুক্রবার (১৭ জানুয়ারি) দলের সঙ্গে কলকাতায় যোগ দিবেন সাকিব। ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি তিনি। যার কারণে আবু ধাবিতে আটকে ছিলেন সাকিব মাহমুদ। এর আগে ২০১৯ সালেও পাকিস্তানি বংশোদ্ভুত পেসারকে ভিসা দিতে গড়িমসি করেছিল ভারত।

এবারের সফরে ভারতের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। ভারতীয় কন্ডিশনে জোফরা আরচার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও মার্ক উডের সঙ্গে সাকিব মাহমুদকে নিয়ে শক্তিশালী পেস অ্যাটাক গঠন করেছেন ইংল্যান্ডের বোলিং কনসালটেন্ট জেমস অ্যান্ডারসন।

সাকিব ছাড়াও এর আগে পাকিস্তান বংশোদ্ভুত হওয়ায় ২০২৪ সালে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরও ভিসা জটিলতায় পড়েছিলেন। ভিসা প্রসেসিংয়ে ধীরগতির কারণে ভারতের বিপক্ষে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর দেখে প্রধান উপদেষ্টার বিস্ময়
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা