জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করলেন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:১৪
অ- অ+

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা, কর্মচারীদের দুর্ভোগ কমাতে এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। শুক্রবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কেন্দ্রটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ।

এ কার্যক্রমের অংশ হিসেবে শিগগিরই কুমিল্লা, ময়মনসিংহ, বগুড়া, ফরিদপুর ও চুয়াডাঙ্গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র খোলা হবে। নতুন এ ছয়টি আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হলে বিশ্ববিদ্যালয়টির মোট আঞ্চলিক কেন্দ্র দাঁড়াবে ১২টি- তে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ২০২৫ সালের ভেতরে বাকি পাঁচটি নতুন আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হবে। ইতোপূর্বে আঞ্চলিক কেন্দ্রগুলোকে শুধু পরীক্ষা সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়েছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আঞ্চলিক কেন্দ্রকে এখন থেকে পরীক্ষা সংক্রান্ত কাজ ছাড়াও কলেজ মনিটরিং, শিক্ষক প্রশিক্ষণ এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কিত কাজেও ব্যবহার করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি কেন্দ্রকে এমনভাবে গড়ে তুলা হবে যেন এটি একটি আঞ্চলিক হাব হিসেবে কাজ করে।’

হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের একান্ত সচিব আমিনুল আখতার, পরিচালক, নজরুল ইসলাম, জসীম উদ্দীন, সফিউল করীম, মুসলেহ উদ্দীন, সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আবু হুরায়রা, স্থানীয় কলেজগুলোর অধ্যক্ষ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা