মহিলা হোস্টেলে ফ্যানের সঙ্গে ঝুলছিল ইডেন কলেজ শিক্ষার্থীর নিথর দেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৫| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৫০
অ- অ+

সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীর নিথর দেহ। রাজধানীর হাজারীবাগ এলাকার একটি মহিলা হোস্টেল থেকে সেই দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে রয়েছে। হবে ময়নাতদন্ত।

নিহত শিক্ষার্থীর নাম পুষ্পিতা। তিনি ইডেন মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুষ্পিতা জামালপুর সদরের বসাকপাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে। তিনি হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসার মহিলা হোস্টেলে থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা জগদীশ জানান, রাত সাড়ে ১২টার দিকে পুষ্পিতা মহিলা হোস্টেলের একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে অন্য ছাত্রীরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমাদেরকে খবর দেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

জগদীশ বলেন, ‘কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, এ বিষয়টি আমরা কিছু বলতে পারব না।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে সে বিষয়টি এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা