বার্নিকাটসহ তিন জ্যেষ্ঠ কূটনীতিককে ‘পদত্যাগ’ করতে বলল ট্রাম্পের টিম

যুক্তরাষ্ট্রের তিন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা। তাদের মধ্যে মার্শা বার্নিকাটও রয়েছেন, যিনি একসময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন।
ট্রাম্পের সহযোগীরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবল ও অভ্যন্তরীণ সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। বার্নিকাট ছাড়া বাকি যে দুজনকে পদত্যাগ করতে বলা হয়েছে, তারা হলেন ডেরেক হোগান ও আলেইনা তেপলিৎজ।
বিষয়টির সঙ্গে সম্পৃক্ত দুজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর সামনের দিনগুলোতে কূটনীতিতে যে ব্যাপক পরিবর্তন আসছে, এই সিদ্ধান্ত তারই ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রে সাধারণত নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা নিজেরাই পদত্যাগ করে থাকেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ক্ষেত্রে সচরাচর তা দেখা যায় না। কূটনীতিকরা নতুন প্রেসিডেন্টের প্রশাসনের সঙ্গেই দায়িত্ব পালন অব্যাহত রাখেন।
এদিকে পদত্যাগ করতে বলা তিন জ্যেষ্ঠ কূটনীতিকই ডেমোক্রেটিক এবং রিপাবলিকান প্রশাসনের সঙ্গে কাজ করেছেন। তাদের মার্শা বার্নিকাট ২০১৪ থেকে ২০১৮ সালে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। দায়িত্ব নেওয়ার পর অনুগত নয় এমন কূটনীতিকদের চাকুরিচ্যুত করার মাধ্যমে ডিপ স্টেটের পতন ঘটাবেন, এমন ইঙ্গিত তিনি নির্বাচনী প্রচারণার সময় দিয়ে রেখেছিলেন।
এদিকে তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদত্যাগ করতে পরামর্শের বিষয়ে বিবৃতি দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। পদত্যাগ করতে বলা তিন কর্মকর্তারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/ডিএম)

মন্তব্য করুন