নতুন বছরে মাঠে নেমেই মেসির গোল, মায়ামির জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:১৯
অ- অ+

নতুন বছরের শুরুতেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। ইউরোপের ক্লাব ফুটবল এখন মৌসুমের মাঝামাঝি থাকলেও মেজর লিগ সকার (এমএলএস) নতুন মৌসুম শুরুর অপেক্ষায়। এমএলএসের নতুন মৌসুম শুরু হবে ফেব্রুয়ারিতে। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে ইন্টার মায়ামি।

ক্লাব আমেরিকার বিপক্ষে এই প্রীতি ম্যাচ দিয়েই নতুন বছরকে স্বাগত জানাল লিওনেল মেসির দল। কাঙ্ক্ষিত জয় না পেলেও একদম হতাশও হতে হয়নি তাদের। সবচেয়ে বড় কথা গোল দিয়েই বছর শুরু করেছেন মেসি।

ইন্টার মায়ামির প্রথম গোলটা এসেছে দলের বড় তারকার কাছ থেকেই। ম্যাচের ৩৪ মিনিটে সুয়ারেজের ভাসানো বলে গোলপোস্টের কাছ থেকে মাথা ছুঁইয়ে গোল করেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে ২-২ গোলে ড্র হয় ম্যাচ। পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে জয় পায় মায়ামিই।

যদিও ম্যাচের ৩০তম মিনিটে আগে গোল হজম করে তারাই। ক্লাব আমেরিকার ব্রায়ান রদ্রিগেজ মায়ামি রক্ষণকে বোকা বানিয়ে দারুণ এক প্লেসিং পাস দেন সামনে। স্লাইড করে তাতে পা ছোঁয়ান হেনরি মার্টিন। ক্লাব আমেরিকার লিড ১-০ গোলে। ৩৪ মিনিটেই সমতায় ফেরে ইন্টার মায়ামি। জর্দি আলবার ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছে বাঁধা পেয়ে পড়েছিল লুইস সুয়ারেজের সামনে। সেখান থেকে আলতো চিপ আর মেসির হেড।

ম্যাচের ৫২ মিনিটে মায়ামি ডিফেন্সের হাস্যকর ভুলে আবার লিড নেয় ক্লাব আমেরিকা। ইসরায়েল রেয়েস সহজ গোলে ম্যাচের স্কোরশিটে আনেন পরিবর্তন। ম্যাচের ৬৬ মিনিটে তুলে নেয়া হয় মেসি-সুয়ারেজসহ প্রথম একাদশের প্রায় সবাইকে।

ইন্টার মায়ামির হয়ে সমতা আনেন টমাস এভিলস। যোগ করা সময়ে কর্নার থেকে হেডে গোল করে ম্যাচে আনেন সমতা। ম্যাচ যায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে প্রথম ৫ শটে দুই দলই মিস করেছে ৩টি করে। শেষ পর্যন্ত সাডেন ডেথে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে ভূমিহীনদের বন্দোবস্তকৃত জমি দখলের প্রতিবাদ ও পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ 
চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানকে সেমিতে দেখছেন রবি শাস্ত্রী
বিএনপির মালিক দেশের ১৮ কোটি মানুষ: দিপু হায়দার
নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ রেমিট্যান্স মেলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা