খিলগাঁওয়ে তালিকাভুক্ত ছিনতাইকারী জুয়েল গ্রেপ্তার, আছে ১৩ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৪
অ- অ+

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ১৩টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী মো. জুয়েলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার খিলগাঁও থানাধীন তিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত জুয়েল একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তালিকাভূক্ত একজন ছিনতাইকারী। খিলগাঁও এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগিরা জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানা, রামপুরা থানা ও কোতোয়ালি থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের ১৩টি মামলা রয়েছে যার মধ্যে খিলগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।

খিলগাঁও থানা এলাকায় ছিনতাইকারী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তিলপাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাহাঙ্গীর টাওয়ারে আগুন: ভবনে ও রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের  
তিতুমীর কলেজের দুই হলে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই বৈঠক: আলী রীয়াজ
স্থানীয় নির্বাচন আগে দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা