এমবাপ্পের জোড়া গোলে পালমাসকে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, ১৪:১৯
অ- অ+

স্প্যানিশ লা লিগায় নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, ব্রাহিম দিয়াজ এবং রদ্রিগো গোজের লক্ষ্যভেদে দাপুটে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।

রবিবার (১৯ জানুয়ারি) ম্যাচ শুরুর পর প্রথম আক্রমণেই গোল করে সমগ্র সান্তিয়াগো বার্নাব্যুকে স্তব্ধ করে দেয় পালমাস। ডান দিক থেকে সান্দ্রো রামিরেসের পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে ছয় গজ বক্সে ঢুকে বল জালে পাঠান ফাবিও সিলভা।

ম্যাচে ফেরার সুযোগটাও খুব দ্রুতই পেয়ে যায় রিয়াল। তবে সেই সুযোগ মিস করেন ব্রাহিম দিয়াজ। তৃতীয় মিনিটে বাঁ দিক থেকে রদ্রিগোর পাস ছয় গজ বক্সে ফাঁকায় পেয়ে গোলপোস্টের বাইরে মারেন ব্রাহিম।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ১৮ মিনিটে বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। ঠাণ্ডা মাথার সফল স্পট-কিকে সমতা ফেরান এমবাপ্পে।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম। বক্সের বাইরে থেকে এমবাপ্পের নেয়া শট ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক। লুকাস ভাসকেজের পাসে স্লাইডে ফাঁকা জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে নেন ব্রাহিম।

৩ মিনিট পর ব্যবধান বাড়িয়ে দলকে চালকের আসনে বসান এমবাপ্পে। আলগা বল পেয়ে আক্রমণে ওঠে রিয়াল। রদ্রিগো পাস দেন বক্সে। আর প্রথম স্পর্শে ডান পায়ের শটে ম্যাচের নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড।

৪২ মিনিটে হ্যাটট্রিকও প্রায় পূর্ণ করে ফেলেছিলেন এমবাপ্পে। তবে ভিএআরে গোল বাতিল হওয়ায় সেই আনন্দ ফিকে হয়ে যায় ফরাসি তারকার।

বিরতির পর স্কোরলাইন ৪-১ করেন রদ্রিগো। বক্সে ফ্রান গার্সিয়ার পাসে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

ধাক্কা সামলে ম্যাচে ফেরা তো দূরের কথা, উল্টো ৬৪তম মিনিটে আরও বড় ধাক্কা খায় পালমাস। ভাসকেজকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার বেনিতো রামিরেস।

তবে ১০ জনের দলের বিপক্ষে কোনো গোল করতে পারেনি রিয়াল। কয়েকবার জালে বল জড়ালেও সেগুলো আবার অফসাইডে বাতিল হয়।

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা