পুলিশ দেখে পালাতে গিয়ে মটরসাইকেল নিয়ে পড়ে গেল দুই ডাকাত, অতঃপর...

রাজধানীর খিলগাঁও ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিরাজ (২১) ও মো. আরিফ (১৯)। সোমবার ভোরে খিলগাঁও থানাধীন জোর পুকুর এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ১টি চাপাতি ও ১টি ১২ ইঞ্চির ছোরা জব্দ করা হয়।
ঢাকা টাইমসকে এসব তথ্য জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
তিনি জানান, জোর পুকুর এলাকায় একটি ডাকাত দল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে খিলগাঁও থানা পুলিশ সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মটরসাইকেল যোগে তিনজন ডাকাত পালানোর চেষ্টা করে। এসময় রাস্তার মাঝের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল পড়ে গেলে পুলিশ মটরসাইকেলসহ দুইজন ডাকাতকে আটক করেন। এসময় অজ্ঞাতনামা ৭/৮জন ডাকাত পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন