বোমা হামলার হুমকি: রোম থেকে আসা বিমানের ফ্লাইট ঢাকায় নিরাপদে অবতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪০| আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৫৮
অ- অ+

বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে আসা বাংলাদেশ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এর পরপরই সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ইতালির রোম থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়।

বোমা হামলা বা বোম থাকতে পারে এমনটি বলা হলেও এখনো সেটির উপস্থিতি নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়েছে। যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে। এখনো বোমার উপস্থিত পাওয়া যায়নি। পরবর্তীতে আপডেট জানানো হবে।’

এদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি আছে এমন বার্তা পাওয়ার পর সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে, সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। রোম থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমান (বিজি-৩৫৬ নম্বর ফ্লাইট) অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়, ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন।

পরে এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়৷ ওই ফ্লাইটে ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু ছিল।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাহাঙ্গীর টাওয়ারে আগুন: ভবনে ও রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের  
তিতুমীর কলেজের দুই হলে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই বৈঠক: আলী রীয়াজ
স্থানীয় নির্বাচন আগে দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা