উড়তে থাকা রংপুরকে মাটিতে নামালো রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:০০| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:১২
অ- অ+

এবারের বিপিএলে রীতিমতো উড়ছে উত্তরের দল রংপুর রাইডার্স। ৮ ম্যাচ শেষেও কোনো দল হারাতে পারেনি রংপুরকে। তবে নিজেদের নবম ম্যাচে এসেই হারের তিক্ত স্বাদ পেলো নুরুল হাসান। উড়তে থাকা রংপুরকে টেনে মাটিতে নামালো পদ্মাপাড়ের দল দুর্বার রাজশাহী।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলিং তোপে ১৪৬ রানেই অলআউট হয় রংপুর। আর রাজশাহী তুলে নেয় ২৪ রানের জয়। চলতি আসরে এটাই প্রথম হার রংপুরের। অন্যদিকে রংপুরকে হারিয়ে প্লে অফের দৌড়ে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী।

রংপুরের হয়ে আজ ওপেনিংয়ে নামেন স্টিভেন টেলর ও ইরফান শুক্কুর। তবে ইনিংসের প্রথম ওভারেই ভেঙে যায় এই জুটি। রানের খাতা খোলার আগেই তাসকিনের শিকার হয়ে সাজঘরে ফিরে যান ইরফান শুক্কুর। তার বিদায়ে ১ রানেই ওপেনিং জুটি ভাঙে রংপুরের

ইরফান শুক্কুরের বিদায়ের পর জুটি গড়েন সাইফ হাসান ও স্টিভেন টেলর। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। ১০ বলে মাত্র ৪ রান করে স্টিভেন টেলর সাজঘরে ফিরে গেলে মাত্র ১৪ রানেই ভেঙে যায় এই জুটি।

স্টিভেন টেলরের বিদায়ের পরের বলেই সাজঘরে ফিরে যান ইফতিখার আহমেদ। ইরফান শুক্কুরের মতো তিনিও শূন্য রান করেই আজ পথ ধরেন প্যাভিলিয়নের। তার বিদায়ে ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে রংপুর।

১৫ রানে ৩ উইকেট হারানোর জুটি গড়ে দলের হাল ধরেন সাইফ হাসান ও খুশদিল শাহ। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করে রংপুর। তবে খুব বেশি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান সাব্বির হোসেন।

সাব্বির হোসেনের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান খুশদিল শাহ। আউট হওয়ার আগে করেন ১৩ বলে ১৪ রান। তার বিদায়ে ভাঙে ৪০ রানের জুটি।

খুশদিল শাহ এর বিদায়ের পর নুরুল হাসান সোহানকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন সাইফ হাসান। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামান রায়ান বার্ল। রায়ান বার্লের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান সাইফ হাসান। আউট হওয়ার আগে করেন ২৯ বলে ৪৩ রান। মাত্র ৭ রানের জন্য অর্ধশতক মিস করেন তিনি। তার বিদায়ে ৭৪ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।

সাইফের বিদায়ের পর মেহেদী হাসানের সঙ্গে জুটি বাঁধেন নুরুল হাসান সোহান। তবে তারাও আজ ব্যর্থ হন বড় জুটি করতে।

দলীয় ৯১ রানে মেহেদী হাসানের বিদায়ে ১৭ রানে ভেঙে যায় এই জুটি।

মেহেদী হাসানের বিদায়ের পর মোহাম্মদ সাইফুদ্দিনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন নুরুল হাসান সোহান। তার ব্যাটে ভর করে তখনও জয়ের স্বপ্ন দেখছিল স্বপ্ন। তবে রংপুরের শেষ ভরসা সোহানকে ফিরিয়ে রাজশাহীকে জয়ের আরও কাছে নিয়ে যান বার্ল রায়ান বার্ল।

রায়ান বার্লের বলে মোহর শেখের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রংপুরের অধিনায়কনুরুল হাসান সোহান। ২৬ বলে ৪১ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১২৬ রানে ৭ উইকেট হারায় রংপুর।

সোহানের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর। যার ফলে ১৯ ওভার ২ বলে ১৪৬ রানেই থামে রংপুর। আর রাজশাহী তুলে নেয় ২৪ রানের জয়। চলতি আসরে এটাই প্রথম হার রংপুরের। অন্যদিকে রংপুরকে হারিয়ে প্লে অফের দৌড়ে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একুশে টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
একুশে টিভির জাহাঙ্গীর টাওয়ারে আগুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা