বিএনপিতে চাঁদাবাজ, অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই: আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ২০:১৩| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২০:১৮
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজ, অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই। বিএনপি অন্যায় অত্যাচার করে না। অন্যায় অত্যাচারকারী কাউকে বিএনপি প্রশ্রয় দেয় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনা রয়েছে কেউ চাঁদাবাজি করলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।

বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্কুল এন্ড কলেজের মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার দোয়া কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। ঘরে ঠিকমত ঘুমাতে পারেনি। বিএনপি নেতাকর্মীরা শত শত গায়েবী মামলা খেয়েছে। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আগামীতে তত্ত্বাবধায়ক সরকার আসিতেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করছে। তারা কিছু কিছু বিষয়ে সংস্কার করছে।

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।

তিনি বলেন, নির্বাচন অলরেডি শুরু হয়ে গেছে। ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। কেউ যেন ভোটার থেকে বাদ না পড়ে সেইদিকে সবার খেয়াল রাখতে হবে। আগামী নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জের উন্নয়ন আবার নতুন করে শুরু হবে। ফ্যাসিস্ট হাসিনা গর্ব করে বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু এই কথা বলার একদিন পরেই সে দেশ থেকে পালিয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা দিয়ে ৬ বছর তাকে অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে। চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মনিরুল হক মনির, বিএনপি নেতা মোজাম্মেল হক, নাজিম আহমেদ প্রমুখ।

(ঢাকা টাইমস/২৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে ভূমিহীনদের বন্দোবস্তকৃত জমি দখলের প্রতিবাদ ও পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ 
চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানকে সেমিতে দেখছেন রবি শাস্ত্রী
বিএনপির মালিক দেশের ১৮ কোটি মানুষ: দিপু হায়দার
নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ রেমিট্যান্স মেলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা