আনোয়ার এহতেশামের ‘হোপস অ্যান্ড ড্রিমস’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:২৫| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:২৭
অ- অ+

ঢাকার বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে শনিবার বিকালে অনুষ্ঠিত হলো ফ্রিল্যান্স ফটোগ্রাফার আনোয়ার এহতেশাম খন্দকারের প্রথম ফটোবুক ‘হোপস অ্যান্ড ড্রিমস: স্টোরিজ ফ্রম দ্য স্ট্রিটস অব ঢাকা’-এর মোড়ক উন্মোচন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির লেখক ও ফটোগ্রাফারের বাবা খন্দকার গিয়াসউদ্দিন, দৃকের কিউরেটর ও জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান, শান কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ও স্বত্বাধিকারী মো. গোলাম রাব্বানী শাহিন সহ আমন্ত্রিত অতিথি, বরেণ্য ফটোগ্রাফার এবং সাংবাদিকবৃন্দ।

এছাড়াও বইটির সাফল্য কামনা করে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মার্কিন প্রবাসী ফটোগ্রাফার ও দি পিক্টোরিয়াল লিস্ট ম্যাগাজিনের এডিটোরিয়াল ডিরেক্টর কেরেন গোস্টল।

এসময় বইটি প্রসঙ্গে আনোয়ার এহতেশাম বলেন, এই বইটি মানুষকে বাহ্যিক রূপের বাইরে তাকানোর এবং ঢাকার মানুষের সৌন্দর্য, সংগ্রাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাদের আশা ও স্বপ্ন অনুভব করার একটি প্রচেষ্টা। এটি এমন একটি শহরের গল্প, যা কখনো থামে না; এর স্পন্দন শহরের মানুষদের হৃদয় থেকে আসে। এছাড়া বইটির প্রতিটি পৃষ্ঠা জীবনের অবহেলিত মুহূর্তগুলোকে ধারণ করেছে—অবর্ণিত হাসি, রীতিনীতি এবং প্রতিকূলতার মধ্যকার শক্তি যা প্রায়শই নজরে আসে না। কিন্তু এই মুহূর্তগুলোই ঢাকার জীবন ও আত্মার প্রকৃত রূপ প্রকাশ করে। এটি পাঠকদের এমন মানুষের জীবনের গল্প জানার সুযোগ দেয়, যাঁরা শুধু বেঁচে থাকার চেয়েও বড় স্বপ্ন দেখে।

অনুষ্ঠানের শেষার্ধে অতিথিগণকে সঙ্গে নিয়ে আনোয়ার এহতেশাম আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি ‘হোপস এন্ড ড্রিমস: স্টোরি ফ্রম দ্য স্ট্রি অব ঢাকা’ বইটির পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক পিএলসি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, ‘হোপস এন্ড ড্রিমস: স্টোরি ফ্রম দ্য স্ট্রি অব ঢাকা’ বইয়ের ১২১টি আলোকচিত্রে উঠে এসেছে ঢাকার কর্মজীবী মানুষের আশা, স্বপ্ন ও দৈনন্দিন জীবনের গল্প। ঢাকার রঙিন রাস্তা, টেক্সচার ও জ্যামিতিকে দৃশ্যপট হিসেবে তুলে ধরে বইটিতে মানুষের স্বপ্ন ও অধ্যবসায়ের কাহিনী তুলে ধরা হয়েছে। দারিদ্র্য ও প্রতিকূলতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও এই মানুষগুলো একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে। প্রতিটি ছবির মাধ্যমে তাদের জীবনসংগ্রাম ও আশার গল্প প্রাণবন্ত হয়ে উঠেছে, যা এমন একটি শহরের প্রতিচ্ছবি তুলে ধরে, যেখানে মানুষের শক্তি ও স্বপ্নই টিকে থাকার মূল উপাদান।

বইটি সংগ্রহ করতে যে কেউ সরাসরি ইমেইলের মাধ্যমে আনোয়ার এহতেশামের সাথে যোগাযোগ করতে পারেন। ইমেইল এডড্রেসটি হলো, [email protected].

(ঢাকা টাইমস/২৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী স্বামীকে বিদায় জানানো হলো না, বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা