রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:৫৯| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:১৯
অ- অ+

রাজবাড়ীর পাংশায় বালুর ব্যবসাকে কেন্দ্র করে শাফিন খান শফিকে (৪০) হত্যার ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া বরইপাড়া গ্রামের মৃত ছালাম মোল্লার ছেলে আরিফ মোল্লা (২৫), একই গ্রামের মৃত ইব্রাহিম প্রামাণিকের ছেলে রুহুল আমিন প্রামাণিক। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এর মধ্যে আরিফ মোল্লা পলাতক রয়েছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন— রাজবাড়ীর পাংশা উপজেলার সেনগ্রাম গ্রামের মুরাদ আলি মণ্ডলের ছেলে সামাদ মণ্ডল, একই গ্রামের মো. শাজাহান প্রামাণিকের ছেলে মো. ওয়াহেদ আলী প্রামাণিক, পাবনা সদর উপজেলার কণ্ঠগজরার চরের আকাই কাজির ছেলে রশিদ কাজী, কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া বড়ইপাড়া গ্রামের আব্দুস ছাত্তার মোল্লার ছেলে রাজিব মোল্লা (২৩), একই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. সবুজ মোল্লা (২১) ও মৃত মোতালেব মোল্লার ছেলে মো. সাগর মোল্লা (২০)। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রশিদ কাজি পলাতক রয়েছেন।

এছাড়াও আসামি সেলিম রানা, রতন মোল্লা ও সুমনের অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাফিন খান শফি দীর্ঘ ১৮ বছর চাকরি করে বাড়িতে ফেরেন। বাড়িতে এসে ২০১৭ সাল থেকে মাটি ও বালুর ব্যবসা শুরু করেন। তিনি বিভিন্ন স্থান থেকে মাটি কিনে ইটভাটায় দিতে থাকে। মাটি ও বালুর ব্যবসাকে কেন্দ্র করে শাফিনের সাথে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কয়েকজনের বিরোধ চলে আসছিল। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৫টার দিকে শাফিন খানকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন বিকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরী আখক্ষেতের মধ্যে শাফিনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ২০১৭ সালের ১৮ ডিসেম্বর শাফিনের ভাই মো. ফরিদ হাসান খান বাদী হয়ে রাজবাড়ীর পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিনের বিচার প্রক্রিয়া শেষ বিজ্ঞ আদালত এ রায় দেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আরিফ মোল্লা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রশিদ মোল্লা ব্যতীত সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডাদেশ দেওয়ার ৭ দিনের মধ্যে সাজাপ্রাপ্তরা হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন বলে রায়ে উল্লেখ আছে।

(ঢাকা টাইমস/২৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা শুরু রবিবার: যুক্তরাষ্ট্র
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবী নিয়োগ
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা