মালয়েশিয়া পালানোর সময় জয়পুরহাটের সাবেক মেয়র গ্রেপ্তার

দেশ ছেড়ে পালানোর সময় জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
এসআই জাহাঙ্গীর আলম জানান, সাবেক মেয়র মোস্তাকের বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে বিশাল হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
মোস্তাকসহ এ মামলার আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এ জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে এসআই জাহাঙ্গীর আলম বলেন, বুধবার বেলা ১১টায় শাহজালাল বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় পালানোর সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
এই সাবেক মেয়রকে জয়পুরহাট আনার জন্য ডিবি পুলিশের একটি দল ঢাকা গেছে বলে জানান এসআই জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/মোআ

মন্তব্য করুন