সিনেমায় সুযোগ পেতে হলে শুতে হবে! প্রস্তাব পেয়েছিলেন ফাতিমা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১১:৪২
অ- অ+

বলিউড পারফেকশনিস্ট আমির খানের ‘দঙ্গল’-এ অভিনয় করে রাতারাতি পেয়েছেন তারকাখ্যাতি। এছাড়া আমির ও অমিতাভের সঙ্গে ‘ঠগস অব হিন্দুস্তান’-এও কাজ করেছিলেন। কিন্তু এত বড় তারকাদের সঙ্গে কাজের আগে বলিউডে রাস্তাটা মসৃণ ছিল না ফাতিমা সানা শেখের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান যে, ‘দঙ্গল’-এর আগে তাকে বেশ স্ট্রাগল করতে হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। এমনকি সিনেমায় সুযোগ পেতে হলে বিছানা যেতে হবে- এমন কুপ্রস্তাবও পেয়েছেন তিনি। সেই তিক্ত অভিজ্ঞতাই শেয়ার করেন সানা।

অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরুতেই তাকে ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়তে হয়। শুধু বলিউড নয়, দক্ষিণ ভারতেও কুপ্রস্তাব পান তিনি। অভিনেত্রীর দাবি, সেখানে আরও অবস্থা খারাপ।

ফাতিমা সানা বলেন, ‘কিছু কাস্টিং ডিরেক্টরের সঙ্গে পরিচয় হয়েছিল, যারা অত্যন্ত সুবিধাবাদী ছিলেন। তারা নতুনদের বাধ্য করতেন তাদের পারিশ্রমিকের ১৫ শতাংশ দিয়ে দিতে। তার পরেই নাকি কাজ পাবেন নতুনরা। যদিও বলিউডের সব কাস্টিং ডিরেক্টর একেবারেই এ রকম নন।’

দক্ষিণের ইন্ডাস্ট্রি সম্পর্কে ফাতিমা আরও বলেন, ‘দক্ষিণী সিনেমায় কাজ করার চেষ্টা করতে আরও খারাপ পরিস্থিতির শিকার হয়েছিলাম। একজন কাস্টিং ডিরেক্টর আমাকে ডেকে সিনেমায় কাজ দেওয়ার নামে কুপ্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন, অভিনয়ের জন্য আমি কি সব কিছু করতে রাজি কি না! জবাবে বলেছিলাম, ‘কঠোর পরিশ্রম ছাড়া অন্যকিছু করতে রাজি নই।’

অভিনেত্রী বলেন, ‘পরে যদিও সেই কাজটি করিনি। অনেকে ভাবেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা খুব সহজ। কিন্তু এর পেছনে লড়াইটা অনেকের চোখে পড়ে না।’ তবে একবার নয়, বারবার তাকে কাস্টিং কাউচের প্রস্তাবের মুখে পড়তে হয়েছে।

ফাতিমা বলেন ‘প্রযোজকরা এটি সম্পর্কে (কাস্টিং কাউচ) খুব খোলামেলা কথা বলতেন। তারা বলতেন, আপনাকে মানুষের সঙ্গে দেখা করতে হবে। আপনাকে এটা করতে হবে। তারা সরাসরি কিছু বলতেন না, তবে অদ্ভুত উপায়ে বোঝাতেন। অবশ্য তারা পরোক্ষভাবে বললেও নিজেদের উদ্দেশ্য পরিষ্কার করে দেন।’

কাজের ক্ষেত্রে আগামীতে অনুরাগ বসুর রোমান্টিক ড্রামা ‘মেট্রো... ইন দিনো’তে দেখা যাবে ফাতিমা সানা শেখকে। এছাড়া মণীশ মালহোত্রা পরিচালিত ‘উল জালুল ইশক’ সিনেমাটিতেও অভিনয় করেছেন তিনি। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা