নোয়াখালীতে পিকআপ ভ্যান চাপায় নিহত ১

নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালক হাকিম (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ভূঁইয়াদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালক হাকিম সকালে তার গাড়িটি নিয়ে গ্যাসের জন্য ভূঁইয়াদিঘী সিএনজি পাম্পের উদ্দেশে রওয়ানা দেন। পথে তার সিএনজিটি নোয়াখালী-ফেনী সড়কের কল্যানদী ভূঁইয়ার দিঘী এলাকায় পৌঁছালে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির পিকআপভ্যান তার সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে চালক হাকিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে নিহতের স্বজনেরা মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/৩০জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন