কোচের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব, রাতেই ৭ সদস্যের কমিটি গঠন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৫৫| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৩:১৪
অ- অ+

উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ফুটবল অঙ্গন। দ্বিতীয় মেয়াদে পিটার বাটলার নারী ফুটবল দলের কোচ হয়ে ঢাকায় আসার পর আবার নারী ফুটবলারদের একাংশ অস্বস্তিতে। পুরনো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে এসে প্রকট আকার ধারণ করেছে।এবার ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবলারদের মধ্যে সংকট চরম আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ১৫ থেকে ১৭ জন নারী ফুটবলার বাফুফে ভবনের নিচে উপস্থিত হয়ে এই কোচের অধীনে অনুশীলন না করার ঘোষণা দেন। তারা জানান, ফেডারেশন যদি এই কোচকে বহাল রাখে, তবে তারা ফুটবল ছেড়ে দেবেন।

নারী ফুটবলারদের এমন কঠোর অবস্থানের পর বাফুফে জরুরি ভিত্তিতে নড়েচড়ে বসে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতেই বাফুফের জরুরি কমিটির সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। ফুটবলের যেকোন সংকট নিরসনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতির সমন্বয়ে জরুরি কমিটি রয়েছে বাফুফে। সেখানেই ৭ সদস্যের কমিটি গঠন আর কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এই কমিটির প্রধান করা হয়েছে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। অন্যান্য সদস্যরা হলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, নির্বাহী সদস্য ছাইদ হাসান কানন ও সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন। নির্বাহী কমিটির বাইরে থেকেও একজন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই কমিটি নারী ফুটবলের চলমান সংকটের বিভিন্ন দিক খতিয়ে দেখবে। নারী ফুটবলাররা কোচের বিরুদ্ধে যে যে অভিযোগ তুলেছেন, সেগুলো বিশ্লেষণ করা হবে। পাশাপাশি খেলোয়াড়দের ভূমিকা নিয়েও তদন্ত করা হবে, তারা পরিস্থিতি অস্থিতিশীল করছেন কি না, সেটাও খতিয়ে দেখা হবে।

১৪ জানুয়ারি অনুষ্ঠিত জরুরি কমিটির সভায় বাফুফে সভাপতি দুই কোচের চুক্তি নবায়নের পক্ষে ইতিবাচক মনোভাব পোষণ করেন। এরপর উপস্থিত অন্য সদস্যরাও এতে সমর্থন দেন।

এই পরিস্থিতিতে নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংকট নিরসনে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বাফুফে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

(ঢাকাটাইমস/৩১ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা