মেধাবী নন্দীনির পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ২১:৫৫| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ২২:৪৬
অ- অ+

মানিকগঞ্জে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী নন্দীনি রানী সরকারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের নির্দেশে শুক্রবার বিকালে তার (তারেক রহমান) প্রতিনিধি হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তৌহিদুর রহমান আউয়াল নন্দীনিদের বাড়িতে যান। এ সময় তারা মেডিক্যালে পড়াশোনার বই ও নগদ অর্থ সহায়তা করেন।

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামের ইজিবাইকচালক অনিল চন্দ্র সরকারের মেয়ে নন্দীনি এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে ‍উত্তীর্ণ হয়েছেন। তালিকা অনুযায়ী, নন্দীনি ঢাকা মেডিক্যাল কলেজে সুযোগ পেয়েছেন। মেয়ের এমন সাফল্যে পরিবারের সবাই খুশি হলেও মেডিক্যালে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন নন্দীনি ও তার পরিবার।

এ নিয়ে গত মঙ্গলবার একটি পত্রিকার অনলাইনে ‘মেয়ের মেডিক্যালে পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র পরিবারটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রতিবেদনটি তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি নন্দীনির পাশে দাঁড়ান।

এরপই আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তারেক রহমানের নির্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল গিলন্ড গ্রামে নন্দীনির বাড়িতে যান। তারা নন্দীনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মেডিক্যালের প্রথম বর্ষের বই এবং ভর্তির অর্থ নন্দীনির হাতে তুলে দেন।

এ সময় জেলা ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম চৌধুর, সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সাইফুল আলম বাদশা, ছাত্রনেতা মমি আনসারি, আব্দুল্লাহ এ আর রহমান, মহিউদ্দিন মাহি ও অপু খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘ওই পত্রিকার প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পর তিনি আমাদের নন্দীনিদের বাড়িতে পাঠিয়েছেন এবং নন্দীনির পাশে দাঁড়িয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের তত্ত্বাবধানে ছাত্রদলের একটি দল মেডিক্যালে উত্তীর্ণ হওয়া নন্দীনি রানী সরকার ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্রদল সব সময় কাজ করে যাচ্ছে।’

বিএনপি নেত্রী আফরোজা খানম রিতা বলেন, মেধাবী নন্দীনির জন্য জেলাবাসী গর্বিত। নন্দীনির বিষয়ে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। তিনি আমাদের নন্দীনির বাড়িতে পাঠিয়েছেন, সহায়তা করেছেন। এটা বিরল ঘটনা। তারেক রহমান তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করছেন।’

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দুই সিটিতে এবার বসছে ১৯টি কোরবানির পশুর হাট
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা