বিপিএল: প্লে-অফে বরিশাল, রংপুর ও চিটাগংয়ের সঙ্গী হচ্ছে কোন দল?

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ১১তম আসরের।দেখতে দেখেতেই শেষের দিকে চলে এসেছে এবারের আসর। গ্রুবপর্বে আর মাত্র দুইটি ম্যাচ বাকি রয়েছে। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দলের মধ্যে এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল।
বিদায় নিশ্চিত হয়ে গেছে দুইটি দলের। প্লে-অফে আর মাত্র একটি দল খেলার সুযোগ পাবে। সেই শেষ স্থান নিশ্চিত করার দৌড়ে রয়েছে দুইটি দল।
বিপিএলের একাদশ আসরের গ্রুপ পর্বের শেষ দিন আজ শনিবার। শেষ দিনেই উত্তাপ থাকবে প্লে-অফে যাওয়ার লড়াই নিয়ে। দিনের শুরুতে বাঁচা-মরার মাঠে নামবে খুলনা টাইগার্স। তাদের ম্যাচের দিকে চেয়ে থাকবে দুর্বার রাজশাহী। খুলনার হার কপাল খুলে দেবে তাদের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার (১ ফেব্রুয়ারি) ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। আগেই প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও চিটাগং কিংস। বাকি আছে একটি স্পট। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা। ১২ পয়েন্ট নিয়ে চারে আছে দুর্বার রাজশাহী।
তবে, লিগ পর্বের ১২টি ম্যাচই শেষ তাসকিনদের। ঢাকার বিপক্ষে জয় পেলে মিরাজদের পয়েন্টও হবে ১২। তবে নেট রানরেট ভালো থাকায়, রাজশাহীকে টপকে প্লে-অফের টিকিট নিশ্চিতের সম্ভাবনা বেশি খুলনার।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম শেখের দিকে নজর থাকবে এদিনও। পাশাপাশি জ্বলে উঠতে চাইবেন মিরাজ, আফিফ, হাসান, নাসুমরাও। এদিকে, আগেই আসর থেকে ছিটকে গেলেও জয় দিয়ে শেষটা রাঙানোর লক্ষ্য ঢাকার। আসরের সর্বোচ্চ রানের তালিকায় নাঈম শেখকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে চাইবেন তানজিদ তামিম। ক্যাপিটালস সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান লিটন-মোস্তাফিজও।
(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন