রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নাঈম (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়ে নগর গ্রামের পাঠান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ভোলা সদর উপজেলার ৬ নম্বর বনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের নূরনবী ও নুর নাহার দম্পতির একমাত্র ছেলে।
নাঈমের সাথে কাজ করা এক শ্রমিক জানান, তারা সেখানে গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপনের কাজ করছিলেন। পাইপ উত্তোলন করতে গিয়ে একটি পাইপ পাশে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার শ্রমিক আহত হন।
আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। বাকিদের একজনকে ভর্তি করানো হয় এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, হাসপাতাল মারফত আমরা এ বিষয়ে সংবাদ পেয়েছি। আমাদের ফোর্স সেখানে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/০২ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন