দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বন্ধ থাকা ফেরি চলাচল ৯ ঘণ্টা পর শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে রবিবার রাত সোয়া ১২টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।
জানা যায়, রবিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত সোয়া ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে নদীপথের মার্কিং বাতিগুলোর আলো অস্পষ্ট হয়ে পড়লে নৌ দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এসময় যাত্রী ও যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে সাতটি ফেরি।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে আটকে থাকা যানবাহন ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন