জাবিতে প্রথমবারের মতো হিজাব র্যালি

আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবন থেকে র্যালি শুরু করে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধমে র্যালি শেষ হয়। র্যালির আয়োজন করে ‘কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব’ (ফিমেল সেকশন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত গত ১ ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক হিজাব দিবস।
দর্শন ৪৮ ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, মুসলিমপ্রধান একটি দেশে মুসলিম নাগরিক হিসেবে হিজাব পরার অধিকার চাওয়া একই সাথে হাস্যকর ও বেদনাদায়ক। ইসলামে যেখানে হিজাব পরা বাধ্যতামূলক সেখানে কেন আমাকে হিজাবের জন্য অধিকার চাইতে হবে?’
হিজাবকেও পোশাকের স্বাধীনতার আওতায় আনতে হবে উল্লেখ করে আয়েশা সিদ্দিকা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার সময় ইসলামি বিধিনিষেধ মানার জন্য আমাদের বিভিন্ন ট্যাগিংয়ের শিকার হতে হতো। আমরা এসব ট্যাগ থেকে মুক্তি চাই৷’
উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরিন জলি বলেন, ‘গত ১২ বছর ধরে বিশ্বব্যাপী হিজাব দিবস পালিত হলেও বাংলাদেশে এবারই প্রথম দেখা গেল। আমরা বিভিন্ন জায়গায় হিজাব পরার জন্য লাঞ্ছিত হতে দেখি। এর বিপরীতে আমরা হিজাব র্যালি করছি। হিজাব আমাদের অধিকার ও আধুনিকতা। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা অভিজাত,ভদ্র,মুসলিম এবং বিশ্বাসী নারীরা পর্দা করবে।
পশ্চিমা বিশ্বের একজন নারী অধিকারকর্মীর একটা বক্তব্য শোনার পর তার মধ্যে নতুন বোধের সৃষ্টি হয় উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, 'মানবসভ্যতার বিকাশের সাথে কাপড় পরিধানের এক বিশেষ সম্পর্ক রয়েছে। অর্থাৎ সভ্যতার পূর্বযুগে মানুষ কাপড় পরত না। যখন আমরা বলি আমরা সভ্য হয়েছি এর মানে আমরা বলি আমরা কাপড় পরা শিখেছি। তাহলে কেউ যদি কাপড়ের পরিমাণ নির্ধারণ করতে গিয়ে হিজাবটা সংযুক্তি করে তাহলে এটা কীভাবে সভ্যতার পরিপন্থি হয়? হিজাব শুধু নারীর অধিকার নয়, এটা সভ্যতারএকটি উপাদানও বটে।’
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, মায়ের দুধ পান করা যেমন সন্তানের অধিকার, ঠিক তেমনি হিজাবকে ধারণ করা আমাদের অধিকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা আমাকে বলতে হবে কেন? অধিকার হরণ করতে করতে পৃথিবীর নিয়ম এমন পর্যায়ে চলে গেছে যে, সেটাকে স্মরণ করে দিতে হচ্ছে। আমি শুধু এইটুকুই বলব, হিজাব পরা যেমন আমার মা-বোনদের অধিকার তেমনি সে অধিকার নিশ্চিত করা আমাদেরও দায়িত্ব।’
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন