তারেক রহমানকে পাঁজর ভেঙে হত্যাচেষ্টা করা হয়েছিল: বাবুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৮
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঁজর ভেঙে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের। তিনি বলেছেন, ‘তবুও বিএনপি কারও ওপর প্রতিহিংসা পরায়ণ হবে না। এটা আমাদের দলের নির্দেশ।’

বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজারে কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুল বলেন, ‘কেউ গায়ের জোরে, ক্ষমতার জোরে, অন্যায়-অত্যাচার নিপীড়নের সঙ্গে জড়িত হবেন না, এই জিনিসটা সকলেই মনে রাখবেন। আমরা কারও প্রতি প্রতিহিংসা চরিতার্থ করব না। আমাদের কাজ মানুষের পাশে থাকা, তাদের নিরাপত্তা দেওয়া, তাদের সুখ-দুঃখের পাশে থাকা। যে যেমন কাজ করবে তাকে সেই পরিমাণ ফল ভোগ করতে হবে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না।’

কৃষক দলের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার নেতা তারেক রহমানের পাঁজর ভেঙে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের শত শত নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে। বাংলাদেশে ভয়াবহ গুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছিল। আমরা সকলেই ভয়াবহ দিন পার করেছি, কিন্তু কখনোই শেখ হাসিনার সঙ্গে আপস করিনি। আমরা হাসিনার চোখে চোখ রেখে ১৭ বছর লড়াই করেছি।’

শহিদুল ইসলাম বাবুল, ‘মনে করবেন না বিপদ কেটে গেছে। সামনের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন।’

সমাবেশে নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ জেলা ও উপজেলা কৃষক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদ টার্গেট করে বিপুল জাল নোট তৈরি, ৪০ লাখ ছাড়ার পর পুলিশের হাতে ধরা
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বাউফলে উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা