অভিনেত্রী শাওন ও সাবার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ডিবি

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ডিবি হেফাজতে থাকা অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ‘আমাদের হেফাজতে থাকা দুই অভিনেত্রীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের দুজনকে মামলা দেওয়া হবে নাকি ছেড়ে দেওয়া হবে তা জানাতে আরও কিছু সময় লাগবে। এখনো তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে প্রথমে অভিনেত্রী শাওনকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করে ডিবির একটি দল। এর কয়েক ঘণ্টা পর মধ্যরাত সাড়ে ১২টার দিকে একই এলাকা থেকে আটক করা হয়ে সোহানা সাবাকে। বর্তমানে তারা মিন্টোরোডের ডিবি কার্যালয়ে আছেন।
ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক ঢাকা টাইমসকে জানান, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তারা দুজন ভারতে অনুষ্ঠিত আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ে জানতে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
শাওন-সাবা দুজনই পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন। তারা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সংরক্ষিত নারী আসন থেকে দলের মনোনয়নও চেয়েছিলেন। কিন্তু পাননি। এছাড়া আওয়ামী লীগের সভা-সমাবেশ এবং যেকোনো কর্মসূচিতে তাদের প্রথমসারিতে দেখা গেছে।
এর মধ্যে অভিনেত্রী ও গায়িকা শাওন সম্প্রতি তার ফেসবুকে ধারাবাহিকভাবে ছাত্র-জনতা এবং অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করে একাধিক পোস্ট দিয়ে আলোচনায় আসেন। তারই জেরে তাকে গ্রেপ্তার এবং শাস্তির দাবি তোলেন নেটগেরিকদের একাংশ।
অন্যদিকে অভিনেত্রী সোহানা সাবা ছাত্র-জনতার আন্দোলন থেকেই আলোচনায়। তিনি ছিলেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ তারকাদের নিয়ে তৈরি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সেখানে আলোচনা করেন তারা, যার কিছু স্ক্রিন শট শেখ হাসিনার পতনের পর ফাঁস হয়ে যায়।
(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন