অন্তর্বর্তী সরকার ‘মব জাস্টিসে’ বিশ্বাস করে না: সংস্কৃতি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৪
অ- অ+

অন্তর্বর্তী সরকার কোনো ধরনের ‘মব জাস্টিসে’ বিশ্বাস করে না এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন,‘ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি বলতে পারি, সরকার কোনও ধরনের মব জাস্টিস-এ বিশ্বাস করে না। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসাধ্য কাজ করছে।’

শুক্রবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৫ পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জনগণকে দায়িত্বশীল হতে এবং কোনও বিচারবহির্ভূত কার্যকলাপে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে ফারুকী বলেন, ‘দেশ গঠনের সময় এসেছে’।

তিনি বলেন, ‘৫ আগস্টের পরপর যখন দেশে আইন ছিল না, তখন আমরা নিজেদের রক্ষা করেছি। আমাদের সচেতন হতে হবে এবং কোনো ধরনের ‘মবিং’-এ জড়ানো উচিত নয়।’

আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, মাত্র ছয় মাস পার হতে না হতেই ফ্যাসিবাদী ও তাদের দোসররা বিদেশ থেকে লোকজনকে উসকানি দিতে শুরু করেছে।

ফারুকী বলেন, ‘দেশে এসে বিচারের মুখোমুখি হোন। আপনারা যে উসকানি দিচ্ছেন তা ভয়াবহভাবে ছড়াচ্ছে।’

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
‘কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা