ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশের কাঁচপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কাঁচপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম সীচা গ্রামের আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), তার সন্তান আরিয়ান আহম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছার সুকানপুকুর এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে আনিসুর রহমান (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

নিহত কাকলির মা ফজরা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চিটাগাং রোড থেকে অটোরিকশায় চড়ে কাঁচপুর সেতুর ওপর দিয়ে ওল্টো পথে আসার সময় হিমাচল নামে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও শিশুসহ তিনজন নিহত হয়।

ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, উল্টো পথে অটোরিকশা আসার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/০৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা