৪৭ বছরের ইতিহাস ভেঙে অভিষেক ম্যাচেই ব্রিটজকের বিশ্বরেকর্ড

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি হিসেবে তিন জাতি সিরিজ খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। কিন্তু এসএ টি-২০ চলায় মূল দলের বেশ কয়েকজনকে ছাড়াই এই সিরিজ খেলতে হচ্ছে প্রোটিয়াদের। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার একাদশে অভিষেক হয়েছে চারজনের। তাদেরই একজন ম্যাথিউ ব্রিটজকে।
ওয়ানডে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকে ১৫০ রানের ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়লেন এই প্রোটিয়া ওপেনার। লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ১৪৮ বলে ১৫০ রানের মারকুটে এক ইনিংস খেলেছেন আজই ওয়ানডে অভিষেক হওয়া ব্রিটজকে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) লাহোরে তিন জাতি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এই রান তারা করেছে সদ্য অভিষিক্ত ম্যাথিউ ব্রিটজকের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে। এছাড়া উইয়ান মুল্ডার হাফ সেঞ্চুরি এবং জেসন স্মিথ চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।
ব্রিটজকে ১৪৮ বলে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে অভিষেক রাঙিয়েছেন। ম্যাট হেনরির বলে আউট হওয়ার আগে ১১টি চার এবং ৫টি ছক্কায় এই ইনিংসটি খেলেন তিনি। ওয়ানডে অভিষেকে এটিই সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এদিন ব্রিটজকে ভেঙে দিয়েছেন ৪৭ বছরের পুরনো রেকর্ড। এই প্রোটিয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের ইনিংসটিই ছিল ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। কিংবদন্তি হেইন্স সেন্ট জন'সে ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ইনিংসটি খেলেছিলেন।
দক্ষিণ আফ্রিকার চতুর্থ খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রিটজকে। তার আগে কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা এবং রিজা হেনড্রিকস অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সব মিলিয়ে ওয়ানডে অভিষেকে ১৯জন খেলোয়াড় সেঞ্চুরির দেখা পেয়েছেন।
এই ম্যাচ দিয়ে ব্রিটজকে ছাড়াও আরও তিনজনের অভিষেক হচ্ছে। তারা হচ্ছেন ইথান বশ্চ, মিহলালি এমপোঙ্গোয়ানা এবং সেনুরান মুথুস্বামী। এদিন ব্রিটজকে ছাড়া মুল্ডার ৬০ বলে ৬৪ এবং স্মিথ ৫১ বলে ৪১ রান করেন।
(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন