আন্ডারওয়াটার ফটো ও ভিডিও গ্রাফিসহ ‘এআই’ সুবিধা নিয়ে এলো ‘অপো রেনো ১৩ সিরিজ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৪| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮
অ- অ+

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’, বাংলাদেশে সাড়া জাগানো ‘অপো রেনো১৩ সিরিজ’ স্মার্টফোন উন্মোচন করেছে। এটিই আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিও গ্রাফির ফিচার সম্বলিত দেশের প্রথম স্মার্টফোন। ‘অপো রেনো১৩ সিরিজ’- এর দুটি মডেল হচ্ছে- ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’। সর্বাধুনিক এই স্মার্টফোনগুলোর মাধ্যমে পানিতেও ভালো-মানসম্পন্ন, মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।

'রেনো ১৩ সিরিজ’ - এর অন্যতম আকর্ষণ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিও গ্রাফির সক্ষমতা। এবং এটি সম্ভব হয়েছে, ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’-এর মাধ্যমে; যেটি কি না ধুলোবালি ও পানি থেকে সর্বোচ্চ মানের সুরক্ষা। এই অভিনব ফিচার ব্যবহারকারীদের পানির ২মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ করে দেবে। পানির তলদেশে ফটো ও ভিডিও গ্রাফির ক্ষেত্রে পর্যাপ্ত আলো ও রঙয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপোর অত্যাধুনিক ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’, এটি ফোকাস, রঙ এবং কনট্রাস্ট-এর সমন্বয়ে ভূমিকা রাখে।

‘রেনো১৩ সিরিজ’ এ আরো রয়েছে ‘এআই লাইভ ফটো’র নতুন ফিচার, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান লাইভ ফটো সুবিধাকে বহুমাত্রায় বৃদ্ধি করে এবং প্রিয় মুহূর্তগুলোকে প্রাণবন্ত করে তোলে। শাটার প্রেস করার পূর্বে ও পরবর্তীতে এটি স্বয়ংক্রিয়ভাবে ১.৫ সেকেন্ড এর ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে নেয়; এবং এআই ডি-ব্লারিং, ইআইএস এবং ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম ব্যবহার করে শটগুলো স্থিতিশীল করতে ও অপ্রয়োজনীয় নড়াচড়া দূর করতে সাহায্য করে।

এছাড়া এই স্মার্টফোনের ‘এআই এডিটর’ স্যুট দিচ্ছে- ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’, এই ফিচারটি ঝাপসা(ব্লারি) কিংবা লো-রেজ্যুলেশন এর ছবিকে হাই-কোয়ালিটি ভিজ্যুয়াল এর রূপান্তরে সাহায্য করে। পাশাপাশি, ‘এআই আনব্লার’ এর মাধ্যমে মোশন-ব্লারড শট এর শার্পনেস বৃদ্ধি, ‘এআই রিফ্লেকশন’ রিমুভার এর মাধ্যমে অযাচিত রিফ্লেকশন মুছে ফেলা, ‘এআই ইরেজার ২.০’ এর মাধ্যমে ছবির সৌন্দর্য ঠিক রেখেই অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে দেওয়ার মতো অতি প্রয়োজনীয় কাজগুলো সহজেই করা সম্ভব হয়।

'রেনো১৩ সিরিজ’-এ আছে ‘এআই লিংকবুস্ট ২.০’, এটি ‘লো-সিগনাল’ অথবা ‘ক্রাউডেড এরিয়া’তে ‘সিগন্যাল রিসেপশন অ্যান্ড প্রায়োরাইটাইজিং’ এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নেটওয়ার্ক শক্তিশালী রাখতে ভূমিকা রাখে। ৯টি ৩৬০° ডিগ্রি অ্যান্টেনা, ডুয়েল-চ্যানেল ওয়াই-ফাই, ব্লুটুথ অ্যাসিলারেশন, এর মাধ্যমে এ প্রযুক্তি নির্বিঘ্ন, নিরবচ্ছিন্ন গেমিং, স্ট্রিমিং ও ফাইল শেয়ারিং অভিজ্ঞতা দিয়ে থাকে। ওয়াই-ফাই পজিশনিং ফিচার সবচেয়ে শক্তিশালী সিগন্যালটি সাজেস্ট করার মাধ্যমে নির্ভরযোগ্য নেটওয়ার্কটিতে যুক্ত হতে ব্যবহারকারীদের সাহায্য করে।

দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য ‘অপো রেনো ১৩ সিরিজ’-এ রয়েছে, এআই সম্বলিত আরো কিছু উন্নত প্রযুক্তির ডকুমেন্টেশন টুলস; যেমন- লেখা সামারাইজেশন ও এডিটিং এর জন্য ডকুমেন্টস অ্যাপ, ফরম্যাটিং ও কনটেন্ট এক্সপ্যানশন সক্ষমতার এআই অ্যাসিসটেন্ট নোটস। এছাড়া- এই ফোনের আপগ্রেডেড এআই টুলবক্স ২.০ আরো বেশি ভাষা সাপোর্ট করে এবং অ্যাক্টিভ অ্যাপগুলোর সঙ্গে তা সহজেই ব্যবহার করা যায়।

‘অপো রেনো১৩ সিরিজ’ এর আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে, ‘আইওএস’ অপারেটিং সিস্টেম এর সঙ্গে সংযোজন। এই স্মার্টফোনের মাধ্যমে ‘ও+( O+) কানেক্ট অ্যাপ ব্যবহার করে নির্বিঘ্নে অপো ফোন এবং ‘আইওএস’ এর মধ্যে ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল শেয়ার করা যায়। একইসঙ্গে- অ্যাপলের পাশাপাশি অপোই একমাত্র ব্র্যান্ড, যেটির স্মার্টফোন থেকে টিকটকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে সরাসরি ছবি (লাইভ ফটোস) আপলোডের সুযোগ রয়েছে।

‘অপো রেনো ১৩ সিরিজ’ এ রয়েছে- শক্তিশালী ‘রেনো১৩ ৫জি’- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, ৫৬০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভোগ চার্জিং, ১২জিবি র‌্যাম (১২জিবি এক্সটেন্ডেড), এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে মাত্র ৬৯,৯৯০ টাকায়।

এছাড়া- রেনো ১৩ এফ এ রয়েছে- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ৫৮০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং, ৮জিবি র‌্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম। এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে মাত্র ৩৪,৯৯০ টাকায়।

অপ্পো-ভক্তরা আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি ‘রেনো১৩ সিরিজ’ প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডারের সাথেই অপো-ভক্তদের জন্য রয়েছে অনলাইন লটারির মাধ্যমে বিশেষ বিশেষ উপহার সহ ড্রিম ট্রিপ জেতার সুযোগ। সাথে আরো রয়েছে, অপো ট্রাভেল ব্যাগ এবং ১০০% শিওর শট অপো সুপার শিল্ড কার্ড সহ নানা আয়োজন।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা