চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনকে মিস করবেন টাইগার কোচ ফিল সিমন্স

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। আসন্ন এই আসরের জন্য গত জানুয়ারিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল বাংলাদেশ দল। আর ঘোষিত দলে সুযোগ পাননি উইকেটকিপার ব্যাটার লিটন দাস। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে তার পারফর্মেন্স বেশ বাজে। যার কারণেই দলে নেয়া হয়নি অভিজ্ঞ এই ব্যাটারকে।
তবে সদ্য শেষ হওয়া বিপিএলে লিটনের ব্যাট হেসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দলে জায়গা না পাওয়ায় তাকে মিস করবেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। বিপিএলে ঢাকার হয়ে খেলেছেন লিটন দাস। এবারের বিপিএলে এক সেঞ্চুরিসহ ১১ ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে ৩৬৮ রান। সিমন্সের আশা, দ্রুতই নিজের ছন্দে ফিরবেন লিটন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে, লিটনের সঙ্গে মাত্রই আমার কথা হলো। স্কোয়াডে না থাকলে খেলোয়াড়েরা হতাশ হবেই। কিন্তু আমার মনে হয় সে এটা বুঝতে পেরেছে এবং তার ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলের সময়ই আমরা তাকে ফর্মে ফিরতে দেখেছি। এমন একজন খেলোয়াড়কে আপনি মিস করবেন। কিন্তু সে এটা মেনে নিয়েছে যে রান করছিল না। আমি শুধু আপনাদের এটা বলতে পারি, ফিরে আসতে সে কঠোর পরিশ্রম করছে।’
এদিকে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেকে প্রস্তুত করতে একাকি অনুশীলন করেছেন। তার দল ফাইনালে উঠে শিরোপা জিতলেও, একাদশে জায়গা হয়নি টাইগার অধিনায়কের। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শান্ত কতটা প্রস্তুত সেই প্রশ্নের উত্তরও দিয়েছনে সিমিন্স।
বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমি তার (নাজমুল হোসেন শান্ত) ব্যাপারে আপনাকে একটা জিনিস বলতে পারি, সে খুব কঠোর পরিশ্রম করছে, যখন থেকে খেলছে না, তখন থেকেই। সে জানতো খেলবে না, এ জন্য সে তার নিজের কাজটা করেছে। খেলাটা এখন ৫০ ওভারের। আর অধিনায়ক এই ফরম্যাটে খেলেনি এমন নয়। তবে তার একটা শক্ত মানসিক অবস্থা অবশ্যই প্রয়োজন হবে, আর আমার মনে হয় সেটা তার আছেও।’
(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন