‘আই ডিজার্ভ পরী’, শেখ সাদীর পোস্ট শেয়ার করে যা লিখলেন সানাই

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৬| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৯
অ- অ+

সম্প্রতি এক মামলায় ঢাকাই চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তখন আদালতে নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় এক তরুণকে। এরপর নায়িকা পরীমনির সঙ্গে নিয়মিতই দেখা মিলত তার। প্রশ্ন ওঠে, পরীমনির সাথে থাকা সেই তরুণের পরিচয় নিয়ে।

পরে জানা যায়, পেশায় সংগীতশিল্পী সেই তরুণ। নাম শেখ সাদী। মূলত পরীমনির জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি। শুধু কি তাই? নিয়মিত পরীর সঙ্গে সাদীর দেখা মেলায় তাদের নিয়ে ওঠে প্রেম গুঞ্জন! যদিও এসব অস্বীকার করেছেন দুইজনই।

এদিকে গুঞ্জনের মাঝেই নিজের মনের ইচ্ছা স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন সাদী। জানিয়েছেন, তিনি ‘পরী’ ডিজার্ভ করেন। আর তার এই পোস্টটি শেয়ার করেছেন আরেক অভিনেত্রী সানাই মাহবুব। এতে শেখ সাদীকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘ফকিন্নি তার জাত ভুলে গেছে।’

রবিবার রাতে সাদা পোশাকে নিজের তিনটি ছবি ফেসবুকে আপলোড করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজী লাইন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’। সাদীর ওই পোস্টটিতে নায়িকা পরীমনিও জানিয়েছেন তার উপস্থিতি। দরজার আড়াল থেকে উঁকি দেয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ওহ!

এদিকে রবিবার রাতে শেখ সাদীর পোস্টটি শেয়ার করে সানাই লিখেছেন, ‘লিমিটনেস ফকির। এ কি বেশি গরিব? বয়সে বড় বড়লোক নায়িকা পাইয়া ফকিন্নি তার জাত ভুলে গেছে।’

নিজের ওই পোস্টের একটি কমেন্টে আরও লিখেছেন, ‘আমার একটুও ভাল্লাগেনি, পরী ব্যবসায়ীক ব্যক্তির যোগ্য। তার (সাদী) মতো অশিক্ষিত, মূর্খ, অশিক্ষিত ও গরীরকে নয়।’

উল্লেখ্য, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেসময় আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরীমনির সঙ্গেই ছিলেন সাদী। হয়েছেন তার জামিনদার। তারপরই চর্চায় পরিণত হয়েছেন তরুণ এই গায়ক।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা