কোচ-ফুটবলার দ্বন্দ্বের মাঝেই ৩৬ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩
অ- অ+

কোচ পিটার বাটলার ইস্যুতে ১৮ জন নারী ফুটবলার অনুশীলন বর্জন করে চলছেন। সেই সমস্যার এখনও কোনো সমাধান হয়নি। তবে এরমাঝেই ৩৬ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিদ্রোহীদের কাগজও তৈরি আছে। তারা চাইলে যেকোনো সময় চুক্তি করতে পারেন। মোট ৫৫ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা রয়েছ ফেডারেশনের। যদিও এ নিয়ে এখনও সরাসরি কোনো বিবৃতি বা বক্তব্য দেয়নি ফেডারেশন।

২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বাফুফের চুক্তির আওতায় ছিলেন ৩১ ফুটবলার। সেই ৩১ জনের মধ্যে আনাই মুঘিনি এবার ক্যাম্পে আসেননি। বাকি ৩০ জনের মধ্যে সাবিনা, সানজিদা, কৃষ্ণাসহ মোট ১৮ জন কোচ বাটলারের অনুশীলন বর্জন করে চলছেন। সিনিয়র দলে থাকা ১২ জনের সঙ্গে বিকেএসপি ও আর্মিতে থাকা বয়সভিত্তিক খেলোয়াড়দের ক্যাম্পে উঠিয়েছে বাফুফে। আজ চুক্তিবদ্ধ হওয়া ৩৬ জনের প্রায় সবাই জুনিয়র ফুটবলার।

বিদ্রোহী ১৮ ফুটবলারের বাফুফের সঙ্গে চুক্তির সম্ভাবনা এখনও শেষ হয়নি। তাদের চুক্তিপত্রও নাকি প্রস্তুত রয়েছে, তারা যদি বাটলারের অধীনে অনুশীলনে ফিরেন, তখন তারা এই চুক্তির আওতায় আসবে বলে জানা গেছে ফেডারেশনের এক ঘনিষ্ঠ সূত্রে। তবে সাবিনারা এখনও বাটলারকে বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছেন। সমস্যা সমাধানের আগেই বাফুফের এই কর্মকাণ্ডে আরও হতাশ হয়েছেন তারা।

বাফুফে গত দুই বছর চুক্তিবদ্ধ ফুটবলারদের পারিশ্রমিক সঠিক সময়ে দিতে পারেনি। এ নিয়ে নেতিবাচক শিরোনাম হয়েছে বেশ কয়েকবারই। সাবিনারা যদি অভিমান ভেঙে ফিরে আসেন তখন চুক্তিবদ্ধ ফুটবলার সংখ্যা ৫০–এর বেশি হবে। প্রতি মাসে এত সংখ্যক ফুটবলারকে অর্থ প্রদানের সক্ষমতা বাফুফের রয়েছে কি না সেই প্রশ্ন জেগেছে খোদ ফুটবল ফেডারেশনের মধ্যেই।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা